Sunday, January 26, 2025
বাড়িরাজ্যসরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে পথ অবরোধ

সরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : বিরোধী দলের নির্বাচিত বিধায়কে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না বলে অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। নেতৃত্ব দিলেন মথার নেতা। শুক্রবার সকাল ৯ টা নাগাদ পদ্মবিলের নাগেশ্বর সরদার পাড়া এলাকায় ১০৮ বি জাতীয় সড়ক অবরোধ করে তারা।

 রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের বিধায়ক রঞ্জিত দেববর্মাকে সরকারি অনুষ্ঠানে ব্রাত্য রাখা হয় বলে রাস্তা অবরোধ করে দুঃখ প্রকাশ করলেন। তারা জানান, মঞ্চের অতিথি হিসেবে আমন্ত্রণ করা দূরের কথা, দর্শক হিসেবেও তাদেরকে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকুও দেখানো হয় না বলে অভিযোগ। তারেই প্রতিবাদে রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রের এলাকাবাসী একত্রিত হয়ে সড়ক অবরোধে শামিল হয় তারা। এই দিনের এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশ ব্যাপক যানজট সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য