Saturday, January 25, 2025
বাড়িরাজ্যকৃষকদের দিয়ে ৫১ হেক্টর জমিতে পাম চারা রোপণ করা হয়েছে : রতন

কৃষকদের দিয়ে ৫১ হেক্টর জমিতে পাম চারা রোপণ করা হয়েছে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : গডরেজ এগ্রোবেট সংস্থা অন্ধ্রপ্রদেশ থেকে পাম অয়েল পাম চারা এনে কৃষকদের দিয়ে ৫১ হেক্টর জমিতে পাম চারা রোপণ করা হয়েছে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। দুটি সংস্থার সঙ্গে আগেই মৌ স্বাক্ষর করেছে সরকার। এই অয়েল পাম চাষ নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী।

 তিনি জানান, বর্তমানে গডরেজ এগ্রোবেট সংস্থা ধলাই , ঊনকোটি ও উত্তর জেলায় চাষ শুরু করা হয়েছে ৫১ হেক্টরে। পতঞ্জলি সংস্থা পশ্চিম, খোয়াই ও সিপাহীজলা জেলায় ৪ দশমিক ৩১ হেক্টর জমিতে বিদেশী পাম অয়েল চারা এনে রোপণ করেছে। তিনি জানান, রাজ্যের তিন জায়গায় নার্সারি শুরু হয়েছে। আর ৫৬ হেক্টরে চাষও শুরু হয়ে গেছে। মন্ত্রী আরও জানান, রাজ্যের ১৮ জন আধিকারিককে অন্ধ্র প্রদেশে প্রশিক্ষনে পাঠানো হয়েছে। পাশাপাশি যারা অয়েল পাম চাষ করবে এই কৃষকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান বর্তমানে ত্রিপুরা রাজ্যে ৯৭১৭১.৯৩ হেক্টর এলাকাতে রাবার চাষ হয়। আট বছর পর থেকে হেক্টর প্রতি ২.০০ লক্ষ টাকা আয় হয়।

অর্থাৎ এর নিরিখে অয়েল পাম চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কৃষকরা অতিরিক্ত আয়ের জন্য পামওয়েল চাষের পাশাপাশি শাক-সবজি পেঁপে আদা হলুদ ইত্যাদি আন্তঃ ফসল চাষ করে অতিরিক্ত আয় করতে পারবে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২১২৩ জন কৃষককে পাম্প চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় ১০৭৬ জন কৃষক ১৪৪৬ হেক্টর এলাকায় পাম ওয়েল চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আরো বহু কৃষককে চিহ্নিত করার কাজ চলছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য