স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার অভিযোগ তুলে কংগ্রেসের শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল সংগঠিত হয় সোমবার। এদিন আগরতলা শহরে অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের পক্ষ থেকে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার শ্রম কমিশনারের নিকট গন ডেপুটেশন প্রদান করা হয়।
রাজ্য সরকারের অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প পুনরায় চালু করা, সমস্ত অসংঘটিত শ্রমিকদের করোনাকালে বিশেষ আর্থিক সহায়তা প্রদান, সমস্ত নির্মাণ শ্রমিকদের শ্রম দপ্তরে নিবন্ধিকৃত লেবার কার্ড অবিলম্বে প্রদান করা, কমন সার্ভিস সেন্টারে নির্মাণ শ্রমিক নিবন্ধিকরণে ফিস নির্ধারণ করা, সমস্ত নির্মাণ শ্রমিকদের বৎসরে দুই বার টুলকিট প্রদান করা, নির্মাণ শ্রমিকদের সুরক্ষার জন্য হেলমেট, বেল্ট, ও জুতো প্রদান করার দাবিকে সামনে রেখে এইদিন শ্রম কমিশনারের নিকট গন ডেপুটেশান প্রদান করে অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। এইদিন সংগঠনের চেয়ারম্যান শান্তনু পালের নেতৃত্বে এই গন ডেপুটেশান প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনাদের দাবি গুলি তুলে ধরেন।