স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : গত এক বছরে ১৩৪ জন ট্রমা রোগীর চিকিৎসা হয়েছে জিবি হাসপাতালে। বিশেষ করে এর মধ্যে রয়েছে মুখের চোয়াল বিভিন্ন আঘাতে ভেঙে যাওয়ার ঘটনা। এবং এক বছরে ১১ হাজার রুগীকে জিবি হাসপাতালে পরিষেবা দিয়েছেন হাসপাতালের ডেন্টিস্টরা। বৃহস্পতিবার এ জি এম সি -র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান ডাক্তার স্বাগত দাস।
তিনি বলেন হাসপাতালে দিন দিন মুখের এবং দাঁতের সমস্যার জনিত রোগীর সংখ্যা বাড়ছে। সব ধরনের উন্নত পরিষেবা হাসপাতালে রয়েছে। গত ছয় মাস ধরে আর সি টি পরিষেবা জিবি হাসপাতালে প্রদান করা হচ্ছে। আগামী দিনে ইমপ্লেন্ট চালু করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। এই পরিষেবা রোগীদের বাইরে থেকে নিতে গেলে ৪০ হাজার টাকা ব্যয় হয়। তাই এই পরিষেবা এখন এজিএমসি -তে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চিকিৎসক সুজিত কুমার রায়, বিবেক সেনাপতি সহ অন্যান্যরা। চিকিৎসকদের কাছ থেকে জানা যায়, আগামী দিনে রাজ্যে ডেন্টাল চিকিৎসকের সংখ্যা বাড়বে। কারণ ইতিমধ্যে রাজ্যে ডেন্টাল কলেজে চালু হয়েছে। কিন্তু তারা স্বীকার করেছেন রাজ্যে জনসংখ্যা অনুযায়ী চিকিৎসকের সংখ্যা কম রয়েছে। তাই আগামী দিনে রাজ্যে চিকিৎসকের সংখ্যা বাড়লে ভালো হবে। রোগীদের পরিষেবা দিতে আরো সুবিধা হবে। বর্তমানে হাসপাতালে দৈনিক ১০০ জন রোগী ডেন্টাল চিকিৎসকের কাছে যায় বলে জানান তারা।