Friday, September 20, 2024
বাড়িরাজ্যজিবি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে‌ সরকারি মূলে ইনজেকশন বন্ধ

জিবি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে‌ সরকারি মূলে ইনজেকশন বন্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন অবস্থা প্রধান রেফারেল জিবি হাসপাতাল। দীর্ঘদিন ধরে লাগাতার অভিযোগ উঠলেও হাসপাতালের হাল হাকিকাত বদলানোর কোন নাম গন্ধ নেই। দীর্ঘদিন ধরে বেহাল পরিষেবা দিয়ে কুড়িয়ে কুড়িয়ে চলছে এই প্রধান রেফারেল হাসপাতাল। বিগত দিনে হাসপাতালে ডায়ালিসিস বিভাগের কর্মী সংকট থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ উঠেছিল।

এবার অভিযোগ উঠেছে রোগীদের মিলছে না সরকারি ঔষধ। তিনদিন পরপর বহু কিডনি রোগীর হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করতে হচ্ছে। দূরদূরান্ত থেকে বহু টাকা গাড়ি ভাড়া দিয়ে হাসপাতালে পরিষেবা নিতে আসছে। হাসপাতালে হেপাটাইটিস নামে যে ইনজেকশনটি আগে দেওয়া হতো সরকারি মূল্য, সেটা এখন বন্ধ হয়ে গেছে। দীর্ঘ দুমাস ধরে হাসপাতালে গিয়ে রোগীদের এই ইঞ্জেকশন মিলছে না। বহুবার হাসপাতালে কর্মীদের এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা রোগীর পরিবারের লোকজনদের জানান, এ বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতালে ইনজেকশন প্রদান করা হলে রোগীরা আগের মতো বিনামূল্যে ইনজেকশনটি পাবে। কিন্তু হাসপাতাল থেকে সরকারিভাবে ইনজেকশনকে না পাওয়ার ৩৫০ টাকা দিয়ে হাসপাতালে বাইরে ওষুধের দোকান থেকে ইনজেকশন ক্রয় করতে হচ্ছে বহুরোগীর পরিবারের। তারা জানায়, তারা চিকিৎসার খরচ বহন করতেই হিমশিম খাচ্ছে। তার উপর দিয়ে আবার সরকারি ইনজেকশন হাসপাতালে বন্ধ হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য