স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এসবি স্কুল আটটার বদলে খোলা হয় সাড়ে আটটায়। ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা যায়, সরকারি নিয়ম অনুসারে সকাল আটটায় খোলার কথা রয়েছে বিদ্যালয়। কিন্তু তার পরিবর্তে বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে সকাল আটটার পরিবর্তে খোলা হচ্ছে সাড়ে আটটায়, তাও আবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে।
বিদ্যালয়ের এক শিক্ষক নিজেই স্বীকার করেছেন বিদ্যালয় দেরিতে খোলা হয়েছে। শিক্ষকরা যদি নিজেদের দায়িত্বকে এড়িয়ে চলে তাহলে ছাত্র-ছাত্রীদের আগামী ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই হবে না। এদিকে গোটা এলাকায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী কার্তিক ঋষি দাসের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। তিনি বিদ্যালয়ে আসলেও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে দরজার তালা খোলানো থেকে শুরু করে বিদ্যালয়ের ফিলটারে জল দেওয়া সহ সবকিছুই করায়। আর এদিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী কার্তিক ঋষি দাস সাহেবের মত বিদ্যালয়ের এদিক ওদিক ঘোরাফেরা করে।
এই কাঞ্চনমালা এস বি স্কুলে সময় মত ছাত্র-ছাত্রীদেরকে সব বিষয়ে পাঠদানও করা হয় না। এনিয়ে গোটা এলাকার অভিভাবক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে কাঞ্চনমালা এসবি স্কুলের এই দৃশ্য দেখে স্থানীয় এলাকাবাসীরা হতবাক, কারণ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এই বিদ্যালয় থেকে কোনদিনও এই দৃশ্যটি আশা করেনি। এলাকাবাসী বিদ্যালয়ের এই কর্মকান্ডে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যেন সঠিক থাকে তার ব্যবস্থা করার জন্য।