স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : যিনি জগৎকে ধারন করে রেখেছেন তিনিই জগদ্ধাত্রী। দেবী দুর্গার আরেক রূপ। দেবী দুর্গা সিংহবাহিনী দশভুজা। দেবী জগদ্ধাত্রী সিংহবাহিনী চতুর্ভুজা। মহিষাসুর বধের পর দেবতারা অহঙ্কারী হয়ে ওঠেন। তাঁরা ভুলেই যান দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা শক্তিমান।
তা বুঝে দেবী অহং নাশের উদ্দেশ্যে এক খণ্ড তৃণ রেখে অগ্নিকে বলেন দগ্ধ করতে এবং বায়ুকে বলেন তা স্থানচ্যুত করতে। অগ্নি এবং বায়ু ব্যর্থ হন। দেবতাদের ভুল ভাঙে। ভুল ভাঙার পর তারা দেবী জগদ্ধাত্রীকে সকল শক্তির শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন। কার্তিক মাসের শুক্ল নবমীতে দেবী জগদ্ধাত্রী পূজিত হন। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে এই পূজা অনুষ্ঠিত হয়। রাজধানীর উমা মহেশ্বর মন্দিরেও হয় জগদ্ধাত্রী পূজা। সেখানেও ভক্তরা নিষ্ঠা ভরে পুজায় সামিল হন।