স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : আগের সরকার দল এবং পার্টি অফিসের স্বার্থে কাজ করতো। ছিল আন্তরিকতার অভাব। কিন্তু বর্তমান সরকার মানুষের স্বার্থে কাজ করে। এর ফলেই গড়ে উঠছে নতুন নতুন সুবিধা, নতুন রূপে সেজে উঠছে শহর আগরতলা।
শুক্রবার জিবি বাজার ও আশপাশ এলাকা পরিদর্শনে গিয়ে এই কথা জানান মেয়র দীপক মজুমদার। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী তিন মাসের মধ্যে জিবি বাজারের উন্নয়ন কাজ শুরু করা হবে। জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার হাতে নেয় আগরতলা পুর নিগম। ইতিমধ্যেই রাস্তার পাশের দোকান ও বাড়ি ভেঙ্গে রাস্তা প্রসস্ত করার কাজ চলছে। পূর্বে যারা ক্ষমতায় ছিল এই কাজ করেনি। স্মার্ট সিটি, নগরোন্নয়ন দপ্তর ও রাজ্য সরকারের সহায়তায় রাস্তা প্রসস্ত করার কাজ চলছে। একই সঙ্গে জিবি বাজারের সার্বিক উন্নয়নের পক্ষে দাবি এসেছে। সেই দাবিতে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে
একই সঙ্গে যে সমস্ত ব্যবসায়ী রাস্তা বড় করার জন্য পুর নিগমকে সহযোগিতা করেছেন তাদের ব্যবসার বিকল্প ব্যবস্থা করা হবে। স্থায়ী ব্যবস্থার আগ পর্যন্ত বিকল্প ব্যবস্থা করার জন্য বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। শহরের ১০ টি বাজারকে চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত বাজার গুলির সংস্কার করা হবে। তারমধ্যে জিবি বাজার অন্যতম বলে জানান মেয়র। সকলের সহযোগিতায় এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। জিবি বাজারের বড় সমস্যা হচ্ছে পার্কিং-র। এলাকায় স্থায়ী পার্কিং ব্যবস্থা করার চেষ্টা চলছে যানজট মুক্ত রাখতে বলে জানান মেয়র।