স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : দক্ষিণ চম্পামুড়া এলাকায় নিজ রাবার বাগানে কাজ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত এক ব্যক্তি। ছিনিয়ে নিয়ে যায় মোবাইল ও স্বর্ণের চেইন। ঘটনার বিবরনে জানা যায় বিশালগড়ের অফিসটিলা শীতলটিলা এলাকার নিতাই সরকারের রাবার বাগান রয়েছে দক্ষিণ চম্পামুড়া এলাকায়।
মঙ্গলবার নিতাই সরকার নিজের রাবার বাগানে কাজ করতে গেলে এলাকার কিছু দুষ্কৃতি নিতাই সরকারকে বেধরক ভাবে মারধর করে। এবং তার কাছ থেকে মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তী সময় আক্রান্ত নিতাই সরকার বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য। আক্রান্ত নিতাই সরকার জানান দুষ্কৃতিদের মধ্যে কয়েকজনকে পূর্ব পরিচিত।