স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : নির্বাচনী প্রচারে মিজোরামে যাওয়ার সময় এমবিবি বিমান বন্দরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের সাথে বৈঠক করলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মিজোরামের বিধানসভা নির্বাচনের প্রচারে যোগদানের জন্য চাটার্ড বিমানে সোমবার সকালে এমবিবি বিমান বন্দরে পৌঁছান। তারপর এমবিবি বিমান বন্দর থেকে হেলিকপ্টারে করে মিজোরামের আইজলের উদ্দেশ্যে রওয়ানা হন।
আইজলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে রাহুল গান্ধী এমবিবি বিমান বন্দরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের সাথে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপালচন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক দ্বিবাচন্দ্র রংখল, যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যান্যরা। রাহুল গান্ধীর সাথে বৈঠকের পর কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ জানান, রাহুল গান্ধী ত্রিপুরার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেছেন। পাশাপাশি রাহুল গান্ধী আশ্বাস দিয়েছেন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর দুই দিনের সফরে তিনি রাজ্যে আসবেন। তবে এদিন সুদীপ রায় বর্মনের কথায় স্পষ্ট হয়ে গেছে, লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরাতে নজর দেবে রাহুল গান্ধী। তবে সেটা প্রদেশ কংগ্রেসের ভবিষ্যৎ কতটা গড়বে সেটা এখন নির্ভর করছে সাংগঠনিক বিষয়ের উপর।