স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : শারদোৎসবে যাতে কোন ধরনের অপরাধমূলক ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের উপর কঠোর নির্দেশ রয়েছে।
আর এই নির্দেশের পর মদ বিরোধী অভিযানে নামল পুলিশ। নেতৃত্বে রয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। রবিবার রাতে পুলিশ হানা দেয় মহারাজগঞ্জ বাজারে অবৈধ দেশী মদের দোকানগুলোতে। পশ্চিম জেলার পুলিশ সুপার জানিয়েছেন প্রায় পাঁচ হাজার লিটারের মতো উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ১৪ জনকে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে।