Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসরকারকে ধন্যবাদ জানিয়ে কর্মচারীদের মিছিল

সরকারকে ধন্যবাদ জানিয়ে কর্মচারীদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : রাজ্যে একদিকে চলছে শ্রমিকদের এডভান্স ও বোনার্স নিয়ে প্রতিবাদ। ঝুলিয়ে দেওয়া হচ্ছে অফিসের মূল ফটকে তালা। আর অপরদিকে চলছে সরকার পক্ষে শ্রমিক সংগঠন গুলির ধন্যবাদ মূলক কর্মসূচি। তবে সরকার শ্রমিকদের স্বার্থেই কাজ করার দায়িত্বে থাকে। এটা যদি সঠিকভাবে পালন না হয় তাহলে শ্রমিকরা রাস্তায় বসতে বাধ্য হয়।

যা গত কয়েকদিনে প্রত্যক্ষ করেছে রাজ্যের আপামর জনগণ। শুক্রবারও আগরতলা শহরতলী আর কে নগর এলাকায় দুর্গাপূজার অ্যাডভান্সের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে চোখের জল ফেলেছে। কিন্তু ৪৮ ঘন্টা যেতে না যেতেই শহরের মধ্যে দেখা গেল শাসক দল সমর্থিত ভারতীয় মজদুর সঙ্গে এক মিছিল। সংরক্ষিত ও সংরক্ষিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি, এডভান্স বোনাস প্রদান রেশনিং ক্যানভাস ব্যাগ প্রদানের জন্য বি জে এম এস -এর প্রত্যেক ইউনিটের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হয়। সরকারকে ধন্যবাদ জানানোর এই মিছিলটি শুরু হয় রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে থেকে। উপস্থিত সংগঠনের নেতারা দাবি করেন বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করছে। এবং আগামী দিন শ্রমিকদের আরও বেশি উন্নত করতে সরকার কাজ করে চলছে বলে দাবি করেন বক্তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য