স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : একটি রূপান্তরমূলক এবং টেকসই সমাজের দিকে উচ্চ শিক্ষা এবং গবেষণা। এই বিষয়ের উপরে ন্যাশনাল কনফারেন্স শুরু হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। গবেষণা ও উন্নয়ন সেলের তরফে এই কনফারেন্স।
তিনদিন ব্যাপী চলবে এই জাতীয় কনফারেন্স। মঙ্গলবার এর উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের এম বি বি শতবার্ষিকী অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন সহ অন্যরা। রাজ্য ও বহিঃরাজ্যের প্রায় ৩০০ জন প্রতিনিধি এতে অংশ নেন। এদিন উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী নয়া জাতীয় শিক্ষা নীতি, সম্প্রতি দেশে হওয়া জি-২০ সম্মেলনের বিষয় তুলে ধরেন। সম্প্রতি সিকিমে প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন,মেঘভাঙ্গা বৃষ্টিতে প্রায় ১০০-র মতো পর্যটক ও স্থানীয় লোকজনের প্রানহানী হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ছাড়া চিন্তা করা যায় না।
তিনদিনের এই সম্মেলন বৈজ্ঞানিক মিথস্ক্রিয়া এবং মৌখিক, পোস্টার এবং প্রোটোটাইপ উপস্থাপনাগুলির মাধ্যমে একটি উচ্চ খ্যাতির ব্র্যান্ড মূল্য তৈরি করবে। গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসবে।