Sunday, January 26, 2025
বাড়িরাজ্যসি এস সি সেন্টারের সঞ্চালকের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাহকদের

সি এস সি সেন্টারের সঞ্চালকের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাহকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : চতুর সি এস সি সঞ্চালকের কেরামতিতে অনভিজ্ঞ সাধারণ গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। ঘটনা বিলোনীয়া শহরতলীর গাবুরছড়া এলাকার সিএসসি সেন্টারের বিরুদ্ধে। অভিযোগ  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের  কোন শাখা না থাকার ফলে- অধিকাংশ গ্রাহকদের টাকা তোলার জন্য দারস্থ হতে হয়  কাস্টমার সার্ভিস সেন্টারে।

সেখানেই গ্রাহকদের সরলতার সুযোগ কাজে লাগিয়ে বাঁকা পথে অর্থ হাতিয়ে নিচ্ছে সি এস সি সঞ্চালক নিবাস দাস। অভিযোগ গ্রাহক  একাউন্ট থেকে নিজের চাহিদা মত টাকা তুলতে গেলে সি এস সি সঞ্চালক নিবাস দাস তার চেয়ে বেশি তুলে আত্মসাৎ করে নিচ্ছে । কখনো বা আধার কার্ডের লিংকের নাম করে হাতিয়ে নিচ্ছে টাকা। এই ভাবে দিনের পর চললেও দেখাতে পারছে না বৈধ কোন রেজিস্টার। বিষয়টি প্রকাশ্যে আসার পর সি এস সি -সেন্টারে পরিষেবা নিতে গিয়ে প্রতারনার শিকার ভোক্তারা নড়েচড়ে বসে। সি এস সি সেন্টারের সঞ্চালক নিবাস দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সোমবার ক্ষুব্ধ গ্রাহকেরা লিখিতভাবে ব্যাংক সঞ্চালক এবং জেলাশাসকের নিকট অভিযোগ দায়ের করেন সি এস সি সঞ্চালক নিবাস দাসের বিরুদ্ধে। এখন দেখার প্রশাসনের তরফ থেকে অর্থ আত্মসাৎকরার অভিযোগের উপর ভিত্তি করে  নিবাস দাসের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য