Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যমহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী কমিটি ও মৎস্য ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ...

মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী কমিটি ও মৎস্য ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত

আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের বটতলার পর মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির কমিটি গঠনেও ভূমিকা নিল সরকার। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হলে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করে স্বপন কুমার পালকে কনভেনার সহ সাত সদস্যবিশিষ্ট এক অস্থায়ী কমিটির ঘোষণা করেছেন মেয়র দীপক মজুমদার।সোমবার কর্পোরেটর রত্না দত্ত, বরদোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বাজারের সদস্যদের উপস্থিতিতে মেয়র নতুন অস্থায়ী কমিটির ঘোষণা করেছেন।

পরবর্তীতে মৎস্য ব্যাবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজার (দাসপট্টি) নতুন কমিটিরও ঘোষণা করেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্য বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৯ সদস্য বিশিষ্ট ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন মেয়র।নতুন কমিটিতে সুবীর দাস সভাপতি এবং ভবতোষ দাসকে সম্পাদক করা হয়।

প্রতিটি বাজার কমিটির কর্মকাণ্ড মুখ্যমন্ত্রী নজরে রাখতেন, ফলে কোনও বাজার কী রকম চলছে তা তিনি জানতেন। সরকার পক্ষে যেন কাজ করে এ রকম লোকদের নিয়েই প্রতিটি বাজার কমিটি গঠন করা হচ্ছে বলে গুঞ্জন। এখন দেখার, পরবর্তী কোনও বাজার কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় দুর্গা চৌমুহনি, লেক চৌমুহনি, মঠ চৌমুহনি।মেয়র দীপক মজুমদার আশা প্রকাশ করেন, বাজার কমিটিগুলি নিজেদের স্বার্থ দেখার পাশাপাশি ক্রেতাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও নজর রাখবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য