স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : সোমবার আশ্রমপাড়া ইউ পি এইচ সি -র উদ্যোগে গজারিয়া রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রমের ফলো আপ ও সার্জারির বিষয়ে কমিউনিটি হলে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে শিবিরের সুচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের মেয়রইন কাউন্সিল বাপী দাস, ৩৮ নং ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা।
এইদিন মূলত এলাকার সাধারন মানুষ, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন মূলত শূন্য থেকে ১৮ বছর বয়সী শিশুদের সুস্থ রাখার জন্য ভারত সরকার আর.বি.এস.কে প্রকল্প চালু করেছে। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। নিগমের মেয়র এলাকার লোকজনদের প্রতি আহ্বান জানান চিকিৎসকদের সাথে যোগাযোগ করে এই প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য।