স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : রাজ্যে রেল মাধ্যমকে কাজে লাগিয়ে বহিঃরাজ্যে চলছে গাঁজা পাচার। রবিবার রাণী কমলাবতী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার অধিক গাঁজা। পুলিশ আটক করেছে চারজনকে। পুলিশ জানায়, এদিন রানী কমলাবতী ট্রেনটি আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
ট্রেনটি আমবাসা স্টেশনে দাঁড়ানোর পর গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ এবং রেল পুলিশ অভিযান চালায়।
অভিযানে ৫৩ কেজি শুকনো গাজা সহ চারজন বহিঃরাজ্যের যুবক আটক হয়। পুলিশ তাদের আমবাসা থানায় নিয়ে আসে। তাদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ জানতে পারে গাজা গুলি বিহারের পাচারের চেষ্টা করেছিল। গাঁজা গুলির বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকার অধিক হবে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে আরো গাঁজা পাচারকারীর নাম উঠে আসতে পারে। তবে পুলিশ তাদের জালে তুলতে পারবে কিনা সেটাই বড় বিষয়।