স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : নিশিকুটুম্বদের তান্ডবে অতিষ্ঠ আমবাসাবাসী। কালীবাড়িতে চুরি কান্ডের পর আবারো চুরির ঘটনা ঘটলো আমবাসায়। আমবাসা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুজোর মুখে একের পর এক চুরি ঘটনা ঘটলেও চোরদের ধরতে ব্যর্থ পুলিশ। রবিবার রাতে নিশিকুটুম্বের দল হানা দেয় আমবাসার একটি মোবাইল দোকানে।
আমবাসা বাজারের ছায়া ভ্যারাইটিজ নামে একটি দোকানে হানা দেয় চোরের দল। দোকান থেকে চুরি করে নিয়ে যায় মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র। দোকানের পেছনের দরজা কেটে প্রবেশ করে চোরেরা। এরপর দোকান থেকে নিয়ে যায় বেশকিছু মোবাইল রিপেয়ারিং এর জিনিস সহ দুই থেকে তিনটি মোবাইল। দোকান মালিক জানায় রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিল। সোমবার সকালে এসে দেখতে পায় দোকানের পেছনের দরজা কেটে দোকান থেকে জিনিসপত্র চুরি গেছে। খবর দেওয়া হয় আমবাসা থানায়। এখন দেখার বিষয় পুলিশ কবে নাগাদ এই চুরির ঘটনা গুলির কিনারা করতে পারে।