স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : ২০২১ সালের তেসরা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরীতে কৃষক ও সাংবাদিক হত্যাকাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনীর অপসারণ এবং গ্রেপ্তার সহ অন্যান্য দাবিতে মঙ্গলবার দেশব্যাপী কালো দিবস পালন করলো সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ব্যতিক্রম ছিল না ত্রিপুরা ও। রাজধানী আগরতলা সহ সবকটি মহকুমায় এই প্রতিবাদ দিবস পালন করা হয় এদিন।
আগরতলার মেলার মাঠ থেকে এই প্রতিবাদ মিছিলটি বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে সংযুক্ত কিষান মোর্চা এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা ওরিয়েন্ট চৌমুহনীতে একটি পথসভায় মিলিত হয়। ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর সি আই টি ইউ এর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক রতন দাস, ভানুলাল সাহা, প্রাক্তন কাউন্সিলার শ্যামল দে প্রমূখ। পথসভা শেষে এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।