স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : শারদোৎসবের আগে আগরতলা শহরে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বেআইনিভাবে আগরতলা শহরের রাস্তা দখল করে রাস্তার পাশে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ করতে লাগাতার অভিযান জারি রেখেছে গত কয়েকদিন ধরে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। মঙ্গলবার পুর নিগমের উদ্যোগে জিবি বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
জিবি বাজার থেকে ইন্দ্রনগর আইটিআই রোড এবং জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী রাস্তার দুই পাশে এইদিন উচ্ছেদ অভিযান চালানো হয়। অনেক আগেই এই দুইটি রাস্তাকে প্রসস্ত করার পরিকল্পনা নেওয়া হয়। সেই মোতাবেক পুর নিগম থেকে আগেই নোটিস জারি করা হয়েছে। নোটিশ পেয়ে অনেকে সরকারি জায়গা থেকে নিজেদের অবৈধ নির্মাণ সরিয়ে নিয়েছে। কিন্তু কিছু লোক তাদের অবৈধ নির্মাণ এবং অস্থায়ী দোকান সরিয়ে নেয় নি। সেই সকল অবৈধ নির্মাণ ও অস্থায়ী দোকান গুলিকে এইদিন ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়। রীতিমতো এইদিন জেসিবি দিয়ে অবৈধ নির্মাণ গুলি ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়।
এই উচ্ছেদ অভিযানের বিষয়ে বলতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার জানান জিবি বাজার থেকে ইন্দ্রনগর আইটিআই রোড, এবং জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী রাস্তা প্রসস্ত করার বিষয়ে আগেই পরিকল্পনা ছিল। কিন্তু আগে যারা নিগমের দায়িত্বে ছিল তারা কাজটি করতে পারে নি। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর নতুন করে পুর নিগম গঠনের পর আগরতলা শহরকে যানজট মুক্ত করার কাজ শুরু করা হয়। এই কাজ করার ক্ষেত্রে কিছু কিছু বাধা ছিল। জিবি বাজার থেকে ইন্দ্রনগর আইটিআই রোড, এবং জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী রাস্তা প্রসস্ত করার বিষয়ে জিবি বাজার এলাকার লোকজনদের সাথে কথা বলা হয়েছে। তারাও চাইছিলেন রাস্তাটি প্রসস্ত করা হোক। সেই মোতাবেক উদ্যোগ গ্রহণ করা হয়। জিবি বাজার ব্যবসায়ী কমিটির সাথে কথাও বলা হয়। তাদের সম্মতিক্রমে কাজ শুরু করা হয়। জিবি বাজার এলাকায় সরকারি জায়গায় ১৪ টি বিল্ডিং ঘর ছিল। সেই সকল ঘরের মালিকরা সোমবার তাদের সামগ্রী ঘর থেকে সরিয়ে নিয়েছে। বাকি জায়গায় এইদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার থেকে রাস্তা প্রসস্ত করার কাজ শুরু করে দেওয়া হবে বলেও জানান নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন পুর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানোর পর কিছু কিছু ব্যবসায়ী অভিযোগ উত্থাপন করে। তাদের বক্তব্য দুর্গা পূজার পড়ে তাদেরকে উচ্ছেদ করা উচিত ছিল। পূজার আগে তাদেরকে উচ্ছেদ করা ঠিক হয়নি। সে যাই হোক এখন দেখার কবে নাগাদ রাস্তা প্রসস্ত করার কাজ সম্পন্ন করতে পারে পুর নিগম।