স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : মাঝ রাস্তায় সিগন্যাল বিভ্রাট। বিশালগড় রেল স্টেশনে দীর্ঘ সময় ঠাই দাড়িয়ে থাকে সাব্রুম থেকে আগরতলা গামী রেল। ভোগান্তির শিকার রেলে থাকা যাত্রীরা। জানা যায় অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে সাব্রুম থেকে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয় একটি ট্রেন।
সকাল ১০ টা ১০ মিনিটে বিশালগড় রেল স্টেশনে আসার পর ট্রেনটি দাড়িয়ে যায়। সিগন্যাল বিভ্রাটের কারনে দীর্ঘ প্রায় ৪০ মিনিট ট্রেনটি বিশালগড় রেল স্টেশনের ঠাই দাড়িয়ে থাকে। ফলে বহু যাত্রী সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেন থেকে নেমে সড়ক পথে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরবর্তী সময় সিগন্যাল পাওয়ার পর ট্রেনটি যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়।
কেন বিশালগড় রেল স্টেশনে দীর্ঘ সময় যাত্রী নিয়ে ট্রেনটি দারিয়েছিল, তা জানার জন্য ট্রেন থেকে নেমে বহু যাত্রী বিশালগড় রেল স্টেশনের আধিকারিকদের প্রশ্ন করে। এক যাত্রী জানান আধিকারিকরা জানিয়েছে বাধারঘাট রেল স্টেশনে প্ল্যাটফর্ম খালি ছিল না। তাই সাব্রুম থেকে আগরতলা গামী রেলকে দীর্ঘ সময় বিশালগড় রেল স্টেশনে দাড়িয়ে থাকতে হয়েছে। দীর্ঘ সময় বিশালগড় রেল স্টেশনে যাত্রীবাহী রেল দাড়িয়ে থাকার ফলে এইদিন দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের।