স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : শারদোৎসবকে সামনে রেখে সোমবার বড়জলা স্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধা মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে, ডিরেক্টর অভিষেক দে সহ কল্যাণী দে ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা। এদিন প্রতিবছরের মতো নতুন বস্ত্র বৃদ্ধা মায়েদের হাতে তুলে দেওয়া হয়।
স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে, ডিরেক্টর অভিষেক দে, ছোট্ট শিশু কন্যা অন্তলিনা দে বৃদ্ধা মায়েদের হাতে নতুন বর্ষে তুলে দেন। বৃদ্ধা মায়েদের সকলের যাতে পূজার দিনগুলি আনন্দে কাটে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে কল্যাণী দে ফাউন্ডেশন। উপস্থিত স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক জানান, এভাবে প্রতি বছর নতুন বছর আপনাদের হাতে তুলে দিয়ে পাশে থাকার চেষ্টা করে কল্যাণী দে ফাউন্ডেশন। সকলে সুস্থতা কামনা করে তিনি বলেন সকালবেলায় যোগাভ্যাস করার জন্য। তাহলে দেহ মন সবকিছুই সুস্থ থাকবে বলে জানান তিনি। কল্যাণী দে ফাউন্ডেশন বিগত বছরগুলোতে এ ধরনের সামাজিক কর্মসূচির আয়োজন করে রাজ্যবাসীর নজর কেড়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি সংঘটিত করে আর্থিক ও শারীরিক দিক দিয়ে দুর্বল মানুষের পাশে দাঁড়িয়েছে কল্যাণী দে ফাউন্ডেশন।