স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : পরিবহন মন্ত্রী, পরিবহন দপ্তরের কমিশনার, পশ্চিম জেলা শাসক, পশ্চিম জেলা পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের বহুবার চিঠি দিয়ে সমস্যার সমাধান না হওয়ায় আগামী ৫ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য যাত্রীবাহী যানবাহন পরিষেবা বন্ধ রাখার হুমকি দিল নাগেরজলা বাস মালিক ও শ্রমিক সংগঠন।
এইদিন নাগেরজলা স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে দক্ষিন ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশাসনের সভাপতি দেবব্রত সরকার জানান নাগেরজলা ও বটতলা স্ট্যান্ডের দীর্ঘ দিনের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাগেরজলা স্ট্যান্ড থাকা সত্ত্বেও বহু যানবাহন বটতলা দাড়িয়ে যাত্রী উঠা নামা করে। ফলে নাগেরজলা স্ট্যান্ডে থাকা গাড়ি গুলি যাত্রী পায় না। খালি গাড়ি নিয়ে গন্তব্য স্থলের উদ্দেশ্যে যেতে হয়। এতে করে বাস মালিক ও শ্রমিকরা ক্ষতির সম্মুখীন। গাড়ি চালিয়ে মালিকরা শ্রমিকদের মজুরি ঠিক ভাবে দিতে ব্যর্থ। মালিকরা লাভের মুখ দেখেন না।
এই নিয়ে দফায় দফায় সরকার, প্রশাসন ও পরিবহন দপ্তরের সাথে আলোচনা করার পরও সমস্যার সমাধান হয়নি। সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় দাড়িয়ে নাগেরজলা বাস মালিক ও শ্রমিক সংগঠন সিদ্ধান্ত নিয়েছে ৫ অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা পরিষেবা প্রদান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেবে। আর যান চলাচল যদি বন্ধ হয়ে যায় তার জন্য নাগেরজলা বাস চালক ও মালিকরা দায়ী থাকবে না। দায়ী থাকবে সরকার ও প্রশাসন। পাশাপাশি তারা আরো দাবি জানান সরকারি কাজে ব্যবহৃত গাড়ির বিল আসন্ন দুর্গাপূজার আগে নিতে দিতে হবে, গাড়ি চালক এবং মালিকদের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে।