স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : আবারো উচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা। শেষ আশার আলো টুকুও নিভে গেল তাদের। উচ্চ আদালতে খারিজ হয়ে গেল ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দায়ের করা পিটিশন। উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ পিটিশন খারিজের পাশাপাশি এইদিন পিটিশনারকে ২৫ হাজার টাকা জরিমানা করে।
উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের ভুলের ফসল ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা। এই ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পূর্বতন সরকার থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত বহু জল ঘোলা হয়েছে। হাইকোর্ট, সুপ্রিমকোর্টে একাধিক মামলা হয়েছে। আপিল হয়েছে। কিন্তু ভাগ্যের চাকা আর ঘুরছে না ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের। আদালতে যুক্তি পাল্টা যুক্তি। অবশেষে উচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা। এইবার তাদের শেষ আশার আলো টুকুও নিভে গেল। ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা চাকুরী হারানোর পর দাবি তোলে কোন ধরনের টার্মিনেশন লেটার না দিয়ে কি করে তাদেরকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। এই নিয়ে ১০,৩২৩ শিক্ষকদের পক্ষ থেকে এক জন উচ্চ আদালতের দ্বারস্থ হয়। সেই পিটিশনের উপর মঙ্গলবার উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে চুরান্ত শুনানি হয়। শুনানি শেষে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ পিটিশনটি খারিজ করে দেয়। এবং পিটিশনারকে ২৫ হাজার টাকা জরিমানা করে। রাজ্যের এডভোকেট জেনারেল এই বিষয়ে বলতে গিয়ে জানান পিটিশনারের বক্তব্য ছিল সে তন্ময় নাথের মামলার অন্তর্ভুক্ত নয়। কোন ধরনের টার্মিনেশন লেটার না দিয়ে কি করে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু সে কি করে তন্ময় নাথের মামলার অন্তর্ভুক্ত নয় সেই বিষয়ে কোন কিছু উল্লেখ করে নি।
সরকারের স্পষ্ট বক্তব্য ছিল, সরকার তাদেরকে টার্মিনেশন করে নি। আদালত ১০৩২৩ এর নিয়োগ নীতি অসাংবিধানিক বলে রায় দিয়েছে। এবং রায়ে বলা হয়েছে ২০২২ সালের মার্চ মাসের পর তাদের চাকুরীতে রাখা যাবে না। আদালতের রায়ে তাদের চাকুরী গিয়েছে। সরকার আদালতের নির্দেশ নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। যেহেতু তাদেরকে সরকার চাকুরী থেকে টার্মিনেশন করে নি, তাই সরকার তাদেরকে টার্মিনেশন লেটার দেওয়ার কোন প্রয়োজন নেই। ইতিপূর্বে বিজয় কৃষ্ণ সাহার দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে অহেতুক একই বিষয় নিয়ে বারে বারে আদালতের দ্বারস্থ হওয়া কাম্য নয়। তারপরও তাদের মধ্যে অপর একজন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। তাই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ এইদিন পিটিশনটি খারিজ করে দেওয়ার পাশাপাশি পিটিশনারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। উচ্চ আদালতের এইদিনের রায়ের ফলে ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা বড়সড় ধাক্কা খেল তা আর বলার অপেক্ষা রাখে না। কারন টার্মিনেশন লেটার ইসু ছিল ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের শেষ ইস্যু। উচ্চ আদালতের রায়ে তাদের এই ইস্যুটিও আর কাজে আসবে না। স্বাভাবিক ভাবেই বলা চলে ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের শেষ আশার আলো টুকু নিভে গেল। এখন তাদের একমাত্র ভরসা রাজ্য সরকার। এখন দেখার রাজ্য সরকার মানবিক দৃষ্টি কোন থেকে তাদের জন্য কি করে।