Thursday, March 27, 2025
বাড়িরাজ্যরাস্তা অবরোধ করে হুমকির মুখে গ্রামবাসী

রাস্তা অবরোধ করে হুমকির মুখে গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর :  দীর্ঘ ৮ মাস ধরে পানীয় জলের না পেয়ে কমলাসাগর-গোকুলনগর সড়ক অবরোধ করল গোকুলনগর গোলটিলা এলাকার বাসিন্দারা। কিন্তু পথ অবরোধ করে তাদের এদিন সুশাসন জামানার নয়া অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। গণতান্ত্রিক উপায়ে মৌলিক চাহিদা নিয়ে আন্দোলন করার সময় এলাকার শাসক দলের নেতা হাতে লাঠি নিয়ে বৃদ্ধা মহিলাকে মারধর করতে আসে বলে অভিযোগ। মঙ্গলবার সকাল ১১ টা থেকে সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে আটকে পরে অসংখ্য যানবাহন।

 সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যায় স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার শাসক দলীয় নেতৃত্বরা। এলাকাবাসিদের অভিযোগ জলের দাবিতে তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত ও শাসক দলীয় নেতৃত্বদের দ্বারস্থ হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। তাদের দাবি দ্রুত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এইদিকে স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা অবরোধস্থলে গিয়ে সড়ক অবরোধকারীদের উপর আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা এক প্রকার হুমকি দিয়ে সড়ক অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার করে নিতে বাধ্য করে। এবং সড়ক অবরোধ মুক্ত হয়। গ্রামের মহিলাদের আরো অভিযোগ, দীর্ঘ ৮ মাস ধরে তারা জল না পেয়ে দৈনন্দিন কাজে পর্যন্ত ব্যাঘাত ঘটছে। বহুবার পঞ্চায়েতে দারস্ত হয়েছে।

প্রধান আশ্বস্ত করেছেন হয়ে যাবে। কিন্তু গত ৮ মাসে মিলল না পানীয় জলে সু বন্দোবস্ত। আবার কিছু কিছু আধিকারিকের দ্বারস্থ হলে তারা জানাচ্ছেন, পাইপ ফেটে আছে। এটা সংস্কার করা হবে। কিন্তু দীর্ঘ এত মাসও পাইপ সংস্কার করা হয় নি। এবং এদিন ধয্যের বাঁধ ভেঙে যাওয়ায় তারা সরকারের উদ্দেশ্যে এবং পঞ্চায়েতে উদ্দেশ্যে প্রশ্ন তুলেন “আমারে কি ভোট দেই না।”তারা আরো অভিযোগ তুলে বলেন এলাকায় যাদের বাড়িতে ঘর আছে তাদের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়া হয়েছে, আর যাদের বাড়িতে তাবু ঝুলিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের ঘর দেওয়ার কোন উদ্যোগ নেই পঞ্চায়েতের। এভাবেই ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য