স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : “সরকারি ই-মার্কেট প্লেস নিয়ে একদিনের কর্মশালা হয় মঙ্গলবার। আগরতলা টাউন হলে এই কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়াও প্রধান সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, জেম গভমেন্ট অফ ইন্ডিয়ার অতিরিক্ত সি ই ও যোগেন্দ্র কুমার পাঠক, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার সহ অন্যান্য আধিকারিকরা।
ভারত সরকারের অনলাইনে পণ্য বিক্রি ও পরিষেবার যে ওয়েবসাইট রয়েছে এই বিষয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আরো বেশি করে সচেতন করার এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য এই সামিটের আয়োজন করা হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য দুর্নীতি মুক্ত হয়ে ট্র্যান্সপারেন্সির মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এই ওয়েবসাইট থেকে পণ্য এবং পরিষেবা নেওয়ার জন্য একাধিক দপ্তরকে পুরস্কৃত করা হয়।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক, ডি ডি ও সহ অন্যরা এতে অংশ নেন। দিনভর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কর্মশালায়। আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যে ভিশন সেই ভাবে কাজ করা হবে।