Thursday, July 10, 2025
বাড়িরাজ্যসম্পদ কর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, স্পষ্টিকরণ দিলেন মেয়র

সম্পদ কর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, স্পষ্টিকরণ দিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : সম্প্রতি লক্ষ্য করা গেছে আগরতলা পুর নিগমের সম্পদ কর বৃদ্ধি হয়েছে বলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় অর্ধেক পুরবাসী কর প্রদান করে না। অথচ পরিষেবা সকলে নেন। মাত্র ৩০ শতাংশ পুরবাসী স্ব-উদ্যোগে লাইন ধরে কর প্রদান করে। সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মেয়র দীপক মজুমদার। মেয়র বলেন, যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি কর প্রদান করেননি তাদেরকে জিআইএস পদ্ধতিতে নোটিশ ইস্যু করা হয়েছে। সারা ভারতবর্ষের সঙ্গে এখন থেকে আগরতলা পুর নিগমের পক্ষ থেকেও জিআইএস পদ্ধতিতে সম্পত্তি কর আদায় করা হবে।

 জিআইএস পদ্ধতিতে যাদের বাড়িতে নোটিশ গিয়েছে তাদের আসন্ন দুর্গা পুজো পুর নাগরিকদের আনন্দে ব্যাঘাত না ঘটে তার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নির্দেশে তাদের আরও এক মাস সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, বহু নাগরিক সচেতনতার অভাব রয়েছে। কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত ক্রমে সম্পত্তিকর বৃদ্ধি করা হয়েছে। এবারের বাজেটে কর বৃদ্ধি করার কোন সংস্থান ছিল না। যারা কর দিচ্ছেন না তাদের থেকে কর আদায় করা হচ্ছে মাত্র। সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নিগম গুলিকে নিজে চলার সংস্থান দেওয়া হয়েছে। তাই নিগম তার নিজস্ব অর্থ বৃদ্ধি করতে চায়। এই ক্ষেত্রে কর না বাড়িয়ে যারা কর প্রদান করেন না তাদের থেকে আদায় করা হচ্ছে মাত্র। এই বিষয়টি স্পষ্ট করে দেন মেয়র দীপক মজুমদার। এছাড়া যারা ভুল তথ্য পরিবেশন করে এতদিন কর প্রদান করত , তাদের এখন প্রকৃত কর প্রদান করতে হবে।

 মেয়র আরো জানান এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এখন যেহেতু উৎসবের মাস তাই মানুষের উপর চাপ কমাতে। এই কর  প্রদানের সময়সীমা বৃদ্ধি করার জন্য বলেন তিনি। সেই মোতাবেক পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে যারা ভুল তথ্য দিয়ে কর প্রদান করছিল , তাদের প্রকৃত কর প্রদানের সময় সীমা এক মাস বৃদ্ধি করার। ৫ অক্টোবর ছিল প্রকৃত কর প্রদানের সময়। এখন তা বৃদ্ধি করে করা হয়েছে ৫ নভেম্বর। এই সময়ের মধ্যে প্রকৃত করের টাকা পুরবাসীকে প্রদান করতে হবে। এদিন আসন্ন দূর্গাপূজোকে সামনে রেখে শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের উচ্চ আধিকারিক থেকে শুরু করে ট্রাফিক দপ্তরের প্রতিনিধি সহ আরক্ষা প্রশাসন, জেলা প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এই বৈঠকের পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার। বৈঠক নিয়ে সাংবাদিকদের মেয়র জানান নিগম লক্ষ্য করেছে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা বেআইনিভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী পূজোর সময় ব্যবসা করার চেষ্টা করছে। ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। জনসাধারণও চলাচলে  অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মুখ্যমন্ত্রী মেয়রকে নির্দেশ দিয়েছেন পুজোর আগে যেন শহরকে যানজটমুক্ত করা হয়। সেদিকে লক্ষ্য রেখে কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী এবং প্যারাডাইস চৌমুহনী থেকে বটতলা ইতিপূর্বে দখলমুক্ত করা হয়েছিল নিগমের উদ্যোগে। পরবর্তীতে পুনরায় তারা আবার সেই জায়গায় তাদের ব্যবসা শুরু করেছে। ফলে অত্র এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার আগামী তিন দিনের ভেতর বেআইনি দখলদারদের উচ্ছেদ করে রাস্তা যানজটমুক্ত করা হবে বলে জানান মেয়র। সঠিক পরিষেবা প্রদানে সমস্ত পুরবাসীর সহযোগিতার আহ্বান জানান মেয়র। একই সঙ্গে কোন ধরনের বিভ্রান্তি তৈরি না করতে বার্তা দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য