Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যচল্লিশ লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক ১

চল্লিশ লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : অসম থেকে রাজ্যে প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার হাতে আটক চল্লিশ লক্ষাধিক টাকার হেরোইন। ধৃত এক হেরোইন পাচারকারী। ধৃতের নাম বিল্লাল উদ্দিন। বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে।

এ বিষয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, বুধবার রাতে বেলা TR 05A 5803 নম্বরের একটি বাইক অসম সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করলে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে বাইকটিকে আটক করে পুলিশ। তারপর বাইকে তল্লাশি চালিয়ে পাঁচটি সাবানের বাক্সের ভেতরে মজুদ পাঁচ প্যাকেট হেরোইন সহ আরো একাধিক হেরোইনের ছোট কৌটা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় বাইক চালক তথা হেরোইন পাচারকারী বিল্লাল উদ্দিনকে। পুলিশ সুপার আরো জানান, উদ্ধারকৃত হেরোইনের ওজন আনুমানিক ষাট গ্রাম। যার আন্তর্জাতিক কালোবাজারি মূ্ল্য চল্লিশ লক্ষ টাকা। এদিকে ধৃতকে চুরাইবাড়ি থানার হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য