স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : শহরে নেশার রমরমা বাণিজ্য চলছে। অবশেষে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ ৬ জনকে আটক করেছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে পশ্চিম থানার ওসি জয়ন্ত দে’র নেতৃত্বে বাদুরতলিতে টুটন দেববর্মার বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ধরা পড়ে নেশাকারবারিরা। টুটনের বাড়িতে তল্লাশি করে ৩৫০ টি ব্রাউন সুগারের কৌটা, ১৪০ টি ইয়াবা ট্যাবলেট, নেশার জন্য ব্যবহৃত স্পস্নো প্রকটিভন ৫০০ টি উদ্ধার করা হয়। টুটন ছাড়াও গ্রেফতার করা হয়েছে বেহালাবাড়ির ঝকি দেববর্মা, টাকার জলার সজল দেববর্মা, কৃষ্ণনগরের অরূপ দেববর্মা এবং তেলিয়ামুড়ার প্রসেনজিৎ দেববর্মাকে। এই ৬ জন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নেশার কৌটা এবং ট্যাবলেট বিক্রি করতো। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল নেশা কারবারিকে গ্রেফতার করতে চেষ্টা হচ্ছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় এন.ডি.পি.এস আইন অনুযায়ী মামলাও নিয়েছে পশ্চিম থানার পুলিশ। এখন দেখার পুলিশ তদন্তে নেমে গোটা গ্যাং জালে তুলতে পারে কিনা।