স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : গত ৬ সেপ্টেম্বর বিশালগড় মুড়াবাড়ি এলাকায় প্রতিমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় সৈকত দেবনাথ ও দিবাকর দেবনাথের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তাদের বাড়িতে গিয়ে কথা বলেন পরিবারের সদস্যদের সাথে।
মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করে পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, গত ৬ সেপ্টেম্বর যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনার দুঃখ প্রকাশ করার মত কোন ভাষা নেই। এই মুহূর্তে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার সামান্য আর্থিক সহযোগিতা করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকেরা।