Saturday, September 30, 2023
বাড়িরাজ্যবার্মিজ সুপারি পাচার করতে গিয়ে আটক দুই

বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : করিমগঞ্জ থেকে ধর্মনগরে বার্মিজ সুপারি নিয়ে আসার সময় অসম চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল সুপারী সহ দুই যুবক। ঘটনা মঙ্গলবার সকাল নয়টা নাগাদ। জানা যায়, অসমের করিমগঞ্জ থেকে TR 05 F-1768 নম্বরের একটি পণ্যবাহী গাড়িতে করে একশো কার্টুন ডিমের সঙ্গে এই অবৈধ বার্মিজ সুপারীগুলি পাচারের চেষ্টা করা হয়।

অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি করে এই অবৈধ বার্মিজ সুপারিগুলো আটক করে। পঞ্চাশ কেজি করে দশ বস্তা  সুপারী ছিল। যার কালোবাজারি মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা গেছে। সঙ্গে আটক করা হয়েছে অবৈধ দুই বার্মিজ সুপারীর ব্যবসায়ীকে। তাদের নাম জূলফিকর আলী ও প্রসেনজিৎ দেব। দুজনের বাড়ি ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর-শনিছড়া গ্ৰামের ২নং ওয়ার্ডে। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের বাজারিছড়া পুলিশের হাতে তুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য