স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : মঙ্গলবার রাজধানীর বোধজং উচ্চমাধ্যমিক বিদ্যালয় বার্ষিক রক্তদান শিবির উৎসবের আয়োজন করা হয়। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, সদর মহকুমা শাসক, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।
বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য বলেন, সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজ্যের উন্নয়ন চাইছে সরকার। সমাজের জন্য ছাত্ররা এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং তাদের দেখে কাজের অনুপ্রেরণা আসে। এর জন্য রক্তদাতাদের ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। পরবর্তী সময়ে তিনি রক্তদান শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের অভিনন্দন জানান। মানুষের স্বার্থে এভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান জানান উপস্থিত অতিথিরা।