Friday, October 18, 2024
বাড়িরাজ্যইন্দো বাংলার নাম পরিবর্তন করে রাখা হলো গঙ্গা পদ্মা মেলবন্ধন

ইন্দো বাংলার নাম পরিবর্তন করে রাখা হলো গঙ্গা পদ্মা মেলবন্ধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : গঙ্গা পদ্মা মেলবন্ধন একটি সাহিত্যিক সংস্কৃতি সংগঠন। রবিবার সন্ধ্যায় আগরতলায় একটি বেসরকারি হোটেলে গঙ্গা পদ্মা মেলবন্ধনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থাটির আগে ইন্দো বাংলা নামে পরিচিত ছিল। আজ এই ইন্দো বাংলার নাম পরিবর্তন করে লেখা হয়েছে গঙ্গা পদ্মা মেলবন্ধন। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে।

তিনি বলেন বাংলাদেশের উপর ভারতের অবদান যথেষ্ট। এবং বাংলাদেশের যুদ্ধের সময় প্রচুর ভারতীয় সেনা ক্ষয় হয়েছে। এবং আগামী দিনে এই সংস্থা দুই দেশের মানুষের স্বার্থে এবং সুভ্রাতৃত্ব বজায় রাখতে কাজ করবে বলে জানান তিনি। পরবর্তী সময় গঙ্গা পদ্মা মেলবন্ধনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, ২০১৮ সাল থেকে গত পাঁচ বছরে এই সংগঠন ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাখা বিস্তার করেছে। দুই দেশের গুণীজনদের উপস্থিতিতে সমাজসেবামূলক কাজ করেছে। বিশেষ করে এই সংগঠনের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে মেলবন্ধন আরো বেশি গড়ে তোলা। সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কনভেনার অজন্তা দেববর্মা। আগামী দিনে দুই দেশের মধ্যে সৌভাতৃত্ব সম্পর্ক আরো বেশি গভীর করার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য