স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : এমবিবি কলেজ এলামনি এসোসিয়েশানের উদ্যোগে বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম বাহাদুরের ১১৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়। এমবিবি কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উচ্চ সিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি শর্মা সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে এইদিন অনুষ্ঠানের শুরুতে এম.বি.বি কলেজে থাকা মহারাজা বীর বিক্রম বাহাদুরের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে এমবিবি কলেজের পড়ুয়াদের পাশাপাশি কলেজের অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। সাংসদ রেবতী কুমার ত্রিপুরা জানান ভারতবর্ষে এমবিবি কলেজের সুনাম রয়েছে। এই কলেজের বহু ছাত্র ছাত্রি দেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রতিষ্ঠিত।