স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : ৫৬ তম প্রকৌশলী দিবসকে সামনে রেখে সচেতনমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে যানবাহনের জন্য বিনামূল্যে ধোঁয়া পরীক্ষা শিবির আয়োজন করা হয়। অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তিনি বক্তব্য রেখে বলেন সচেতন মূলক কর্মসূচি অঙ্গ হিসেবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে মানুষ পরিবেশ দূষণ সম্পর্কে অবহিত হতে পারবে। এবং সকলের যদি এই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসে এবং ধোঁয়া পরীক্ষা করায় তাহলে পরিবেশ নির্মল থাকবে বলে জানান মেয়র দীপক মজুমদার। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর সীমা দেবনাথ সহ অন্যান্যরা।