স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : রহস্যজনক স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু সাব্রুম গ্রামীন ব্যাঙ্কের সহকারী ম্যানেজার রাজীব দে-র। গুরুতর ভাবে আহত অপর সহকারী ম্যানেজার অনুপম দত্ত। ঘটনার বিবরণে জানা যায় সাব্রুম গ্রামীণ ব্যাংকের সহকারী ম্যানেজার রাজবি দে এবং অপর সহকারী ম্যানেজার অনুপম দও বুধবার রাতের বেলায় স্কুটি নিয়ে বের হন।
কিন্তু রাত গভীর হয়ে যাওয়ার পরও তারা রুমে ফিরে যান নি। অন্যান্য সহকর্মীরা তাদের অনেক খোঁজাখুঁজি করার পরও কোন হদিশ পান নি। বৃহস্পতিবার ভোরে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের পাশে সাব্রুম যুবশক্তি ক্লাবের সামনে স্কুটি সহ দুই জনকে পড়ে থাকতে দেখে পথ চলতি সাধারন মানুষ দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজবি দে-কে মৃত বলে ঘোষণা করে দেন। দুর্ঘটনায় আহত অনুপম দত্ত-র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সাব্রুম থানার এক পুলিশ অফিসার জানান মৃত সহকারী ব্যাঙ্ক ম্যানেজার রাজীব দে-র বাড়ি আগরতলার যোগেন্দ্র নগর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।