স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে পাঁচ লক্ষাধিক টাকার নেশা সামগ্রিক আটক করতে সক্ষম হল আমতলী থানার পুলিশ। অভিযানে ছিলেন পশ্চিম জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। পুলিশে এদিন বিএসএফ জওয়ানদের সহযোগিতা নিয়ে মধ্য চারিপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানে উদ্ধার হয় ৬২ গ্রাম হেরোইন, ৯০০ টি ইয়াবা ট্যাবলেট, ৫ হাজার খালি কৌটা এবং বেআইনি ৫ হাজার টাকা। জেলা পুলিশ সুপার জানান, এদিন পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে। এবং যে নেশা সামগ্রী গুলির উদ্ধার হয়েছে তার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা। পুলিশ আটক করেছে অভিযুক্তকে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। এবং তার সাথে আরও অনেকে জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা।