স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : নেশা বিরোধী অভিযান চালিয়ে বাজেয়াপ্ত নগদ অর্থ সহ ড্রাগস ও কুখ্যাত ড্রাগস মাফিয়া গনি মিয়া সহ তার দুই সহযোগী। ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকায়।
ঘটনার বিবরণ জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ ও CRPF জওয়ান’রা তুইমধু এলাকার কুখ্যাত ড্রাগস মাফিয়া গনি মিয়ার বাড়িতে অভিযান চালায়। এবং ২৩,৭২৫ টাকা সহ ১০৫ কৌটা ড্রাগস বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে ড্রাগস মাফিয়া গনি মিয়া সহ তার দুই সহযোগীকে আটক করে পুলিশ। পাশাপাশি তার বাড়িতে অভিযান চালিয়ে দুটি রাম দা বাজেয়াপ্ত করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক জানান আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে।