Wednesday, June 12, 2024
বাড়িরাজ্যমৃত রোগীকে জিবি হাসপাতালে ফেলে গা ঢাকা দিল গোমতি জেলা হাসপাতালের দুই...

মৃত রোগীকে জিবি হাসপাতালে ফেলে গা ঢাকা দিল গোমতি জেলা হাসপাতালের দুই চিকিৎসক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর :  সার্জারি অসফল হওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়লো ১৪ বছর বয়সী নাবালক। তারপর দায়িত্বপ্রাপ্ত দুই চিকিৎসক মৃতদেহ তড়িঘড়ি করে অক্সিজেন মাক্স লাগিয়ে জিবি হাসপাতালে নিয়ে আসে। এমনটাই অভিযোগ তুললো এক মৃত রোগীর পরিবার।

 ঘটনার বিবরনের জানা যায়, বৃহস্পতিবার গোমতি জেলা হাসপাতালে অনিক দেব নামে ১৪ বছরের নাবালকের সার্জারি হয়। সার্জারির পর অনিকের শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর দায়িত্বে থাকা সুকান্ত সাহা ও বিশ্বজিৎ পাল নামে দুই চিকিৎসক অ্যাম্বুলেন্স দিয়ে জিবি হাসপাতালে নিয়ে আসে অনিককে। জরুরী বিভাগে কোন ধরনের এন্টি না করে সরাসরি আইসিইউ -তে নিয়ে জিবি হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে।

তারপর রোগীর পরিবারের লোকেরা সেই দুই চিকিৎসককে আর খুঁজে পায়নি। হাসপাতাল থেকে বের হয়ে দেখতে পায় অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই। চিকিৎসকের ব্যর্থতার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন পরিবারের লোকেরা। মৃত নাবালকের বাড়ি উদয়পুর বনকুমারিতে। মৃত রোগীর পিতার নাম ভাস্কর কান্তি দেব। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান পরিবারের লোকজনেরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য