স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : উপনির্বাচনের শেষ প্রচার লগ্নে স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২০ বক্সনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থনে বৃহস্পতিবার কুলুবাড়িতে পদ যাত্রা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
এইদিনের পদ যাত্রায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক কিশোর বর্মন, বিজেপি নেতা সুবল ভৌমিক, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম, প্রাক্তন বিধায়ক মফস্বর আলী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইদিন বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেনকে সাথে নিয়ে কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অলিগলি পরিক্রমা করেন। এই পদ যাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন জানান নির্বাচনে জয়ী হলে তিনি বক্সনগরের সার্বিক উন্নয়নে কাজ করবেন। দীর্ঘ বাম শাসনে বক্সনগর কেন্দ্রটি উন্নয়ন থেকে উপেক্ষিত ছিল বলে অভিযোগ করেন তিনি।