Friday, February 14, 2025
বাড়িরাজ্যপ্রেমিকা প্রেম অস্বীকার করায় প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকা প্রেম অস্বীকার করায় প্রেমিকের আত্মহত্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : প্রেমিকার প্রেম অস্বীকার করল প্রেমিক। প্রেমিকা ছুটে গেল থানায়। পেল না কোনরকম সহযোগিতা। অভিমানে বেছে নিল আত্মহত্যার পথ। জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে মনুবাজার থানার অন্তর্গত কালাঢেফা এলাকার শিকরাম তামং পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার কলেজ পড়ুয়া ছেলের সঙ্গে প্রনয়ের সম্পর্ক চলতে থাকে একই এলাকার দ্বাদশ শ্রেণী পড়ুয়া একছাত্রীর। দুই পরিবারের অভিভাবক সুকান্ত এই বিষয়টি নিয়ে যথেষ্ট অবগত ছিল। মঙ্গলবার আচমকাই প্রেমিকা জানতে পারে তার প্রেমিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ।

 এই খবর পাওয়া মাত্র প্রেমিকা ছুটে যায় তার প্রেমিকের বাড়িতে। কিন্তু প্রেমিক সঙ্গে সঙ্গে তার প্রেম অস্বীকার করে। প্রেমিক তার প্রেমিকাকে জানায় যে সে তাকে চেনেই না। অপমানিত লাঞ্ছিত হয়ে প্রেমিকা সঙ্গে সঙ্গে ছুটে আসে মনু থানায়। জানায় তার অভিযোগ।  কিন্তু দ্বাদশ শ্রেণী পড়ুয়া এই প্রেমিকার সাহায্য পেল না পুলিশের। বাড়িতে এসে বাধ্য হয়েই অপমানিত প্রেমিকা তার জীবন শেষ করে দেয়। অচিরেই নিভে যায় প্রাণ। এই ঘটনায় মন থানার পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মামলা কিংবা অভিযোগ না নিয়েও পুলিশ মেয়েটির পাশে দাঁড়াতে পারতো। মেয়েটির আবেগ পুলিশ বুঝতে পারলে হয়তো অচিরে এই প্রাণটা নিভে যেতনা। আসলে মেয়েটির আবেগ বোঝার কোন চেষ্টাই করেনি পুলিশ। রক্ষকের ভূমিকা আদায় করতে পারল না পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য