Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যনাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : আবারো এক নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট নেতাজি সুভাষ কলোনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় গত ২১ আগস্ট ওই এলাকার এক ১৩ বছর বয়সী নাবালিকা মেয়েকে তার পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে চকলেটের লোভ দেখিয়ে একই এলাকার মৃত জহর দাসের ছেলে বিজয় দাস ওই নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই নাবালিকা মেয়েটির চিৎকারে অভিযুক্ত বিজয় দাস পালিয়ে যেতে সক্ষম হয়।

 পরে ওই নাবালিকা মেয়েটির মা দিনের শেষে কাজ থেকে বাড়িতে ফিরলে নাবালিকা মেয়েটি সম্পূর্ণ ঘটনাটি তার মা বাবার কাছে জানায়। এই ঘটনার খবর যায় এলাকার স্থানীয় নেতাদের কাছে। পরে এলাকার স্থানীয় নেতারা মিমাংসা সভার মাধ্যমে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। নেতারা এলাকায় ঘটনাটি নিয়ে মিমাংসা সভাও করেছিল এতে নেতাদের মনগড়া মত মেয়েটির পরিবারকে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কিন্তু এতে কোনভাবেই সন্তুষ্ট ছিলেন না নাবালিকা মেয়েটির পরিবার। এলাকার নেতাদের পক্ষ থেকে নাবালিকা মেয়েটির পরিবারকে মামলা না করার জন্য বলে দেয়, অবশেষে ওই নাবালিকা মেয়েটির পরিবার ঘটনার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলা করার সিদ্ধান্ত নেয়। অবশেষে বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির পরিবার আমতলী থানায় অভিযুক্ত বিজয়ী দাসের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ জানিয়ে লিখিত আকারে একটি মামলা দায়ের করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য