স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মহিলা কর্পোরেটরদের কাছ থেকে রাখী নেয় মেয়র দীপক মজুমদার। এদিন পুর নিগমে মেয়রের অফিস কক্ষে গিয়ে রাখী পরিয়ে দেন নিগমের কর্পোরেটর, মেয়র ইন কর্পোরেটররা।
শুধু তারাই নয়, এদিন পুর নিগমের মেয়রকে অফিসে এসে রাখী পরিয়ে দেন বড়জলা অবলম্বন বৃদ্ধাশ্রমের মায়েরা। এদিনে কর্পোরেটররা রাখী পরিয়ে আশীর্বাদ করায় মেয়র শুভেচ্ছা জানান তাদের। তিনি বলেন এদিনে উনার বিশেষ প্রাপ্তি মায়েরা রাখী পরিয়ে আশীর্বাদ করেছেন। রাখী বন্ধনের মাধ্যমে ভাই- বোনদের মধ্যে আত্মিক বন্ধন এটার জানান দেয়। বোনদের রক্ষা করার দায়িত্ব যেমন ভাইদের আছে তেমনি ভাইদের রক্ষা করার জন্য বোনরা ভগবানের কাছে প্রার্থনা করেছেন।