Saturday, July 27, 2024
বাড়িরাজ্যযান চলাচল বন্ধ, দুর্ভোগ যাত্রীদের

যান চলাচল বন্ধ, দুর্ভোগ যাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : কোনরকম বিবৃতি জারি না করে মনগড়া সিদ্ধান্ত নিল খোয়াই-রাধানগর সড়কের যান চালকরা। বৃহস্পতিবার তারা খোয়াই-রাধানগর সড়কে যান চলাচল বন্ধ করে রাখে। জানা যায় শ্রমিক ও মালিক পক্ষ যৌথ ভাবে যান চলাচল বন্ধ রাখে। তবে কি কারনে এইদিন যান শ্রমিক ও মালিক পক্ষ যান চলাচল বন্ধ রেখেছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি। যান চলাচল বন্ধ রাখার বিষয়ে শ্রমিক কিংবা মালিক কেউই মুখ খুলেনি।

খোয়াই-আগরতলা সড়কে আচমকা যান চলাচল বন্ধ রাখার ফলে এইদিন বিপাকে পরে যাত্রীরা। বহু সরকারি কর্মী নির্ধারিত সময়ে বাড়ি থেকে বের হওয়ার পরও কর্মস্থলে যেতে পারে নি গাড়ির না চলার ফলে। রাধানগর স্ট্যান্ডে দেখা যায় জাত্রিদের ব্যাপক ভিড়। এক যাত্রী জানান কেন যান চলাচল বন্ধ রাখা হয়েছে সেই বিষয়ে ওনারা কিছুই জানেন না। যান শ্রমিকরা হাত নেড়ে জানিয়ে দিচ্ছে গাড়ি চলবে না। তবে যতটুকু জানা গেছে বহিরাগত বেশ কিছু লোক রাধানগর স্ট্যান্ডে এসে যান শ্রমিক ও মালিকদের নগদ অর্থের জন্য হুমকি দেয়। তাই যান শ্রমিক ও মালিক পক্ষ এইদিন যান চলাচল বন্ধ রেখেছে। এই নিয়ে মোহনপুর স্ট্যান্ডে মিটিং বসেছে। সেই মিটিং-এর পর জানা যাবে গাড়ি চলাচল বন্ধ থাকবে নাকি যান চলাচল শুরু হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য