Saturday, January 18, 2025
বাড়িরাজ্য১১ কোটি নারীদের শৌচালয় দেওয়া হয়েছে

১১ কোটি নারীদের শৌচালয় দেওয়া হয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :  এখন পর্যন্ত ১১ কোটি ভারতবর্ষের নারীদেরকে শৌচালয় দেওয়া হয়েছে। মহিলারা যতক্ষণ স্বশক্তিকরণ না হবে ততক্ষণ একটা সমাজ সুরক্ষিত হতে পারে না। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন মহিলা মোরচার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য সহ অন্যরা।

প্রদেশ সভানেত্রী বলেন, নারী শক্তিকে কিভাবে স্ব-শক্তিকরণ করা যায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিয়ত কাজ করে চলেছেন। দেশে কন্যা সন্তানদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে। দেশের মহিলাদের জন্য কিকি কর্মসূচী নেওয়া হয়েছে সেগুলি তুলে ধরেন সভানেত্রী। তিনি বলেন, মোদীর নেতৃত্বে নারী শক্তির গরিমা ও নারী শক্তির সম্মান বৃদ্ধি হয়েছে। পাশাপাশি রাখী বন্ধন উৎসব পালনের জন্য সংগঠনের নেওয়া কর্মসূচি তুলে ধরেন মহিলা মোরচার সভানেত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য