স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : চন্দ্রযান ৩-এর সাফল্যের কথা বলতে গিয়ে নারীশক্তির জয়গান গাইলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, নারীর ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ চন্দ্রযান ৩ মিশন। এই প্রকল্পে যুক্ত অসংখ্য মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের কথা বলেন রবিবার মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদি। জানান, কীভাবে তাঁরা সরাসরি এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে ছিলেন।
তাঁর কথায়, ”যেদেশের নারীরা এতটা উচ্চাকাঙ্ক্ষী, সেই দেশকে উন্নত হওয়া থেকে ঠেকায় কে।” প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান এইদিন দলের কার্যকর্তাদের সাথে বসে শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এইদিন ৯ বনমালীপুর মণ্ডলের ১০ নং বুথে দলের কার্যকরতাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দলের সকল কার্যকরতা গোটা মাস অপেক্ষা করে থাকে শেষ রবিবারের জন্য।
কারন এই দিনে দেশের প্রধানমন্ত্রী দেশ বাসির সামনে মন কি বাতের মাধ্যমে অনেক অজানা বিষয় তুলে ধরেন। চন্দ্র যানের মহিলা বিজ্ঞানীদের উৎসাহ প্রদানের জন্য প্রধানমন্ত্রী তাদের কথা তুলে ধরেছেন। চন্দ্র যান অভিযানে রাজ্যের বেশ কয়েকজন বিজ্ঞানী রয়েছে। এইটা রাজ্যের জন্য গর্বের বিষয়। হর ঘড় তিরঙ্গা অভিজানের বিষয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এইদিন প্রধানমন্ত্রী খেলা ধুলার বিষয়ে তুলে ধরেছেন।