Monday, October 2, 2023
বাড়িরাজ্যবাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল

বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : আগস্ট- সেপ্টেম্বর দুই মাস রাজ্য জুড়ে কর্মসূচী নিয়েছে দুই বাম যুব সংগঠন। এরই অঙ্গ হিসেবে বাম যুব সংগঠনের উদ্যোগে মিছিল-সভা। রবিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি বিভাগীয় কমিটি সাড়া জাগানো মিছিল করে। এদিন প্রথমে ড্রপ গেটের সামনে হয় সভা।

এতে উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, বিভাগীয় নেতৃত্ব অরিন্দম বিশ্বাস সহ অন্যরা। সভা শেষে সেখান থেকে বের হয় জাতীয় সড়ক ধরে মিছিল। বিভিন্ন এলাকা ঘুরে নাগেরজলা এসে শেষ হয়। আলোচনা করতে গিয়ে পলাশ ভৌমিক অভিযোগ করেন, ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরেও বেকারদের কর্মসংস্থানের সমস্যা সুরাহার জন্য বিজেপি সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল তা চোখে পড়ছে না। রাজ্যের সরকারি দপ্তর গুলিতে হাজার হাজার শুন্যপদ খালি পড়ে আছে। যে উদ্যোগ গ্রহণ করার কথা তা চোখে পড়ছে না বলে অভিযোগ পলাশের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য