Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলে যাত্রীরা

রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলে যাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট :  অল্পতে বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল আগরতলা – সাব্রুম গামী ডেমো ট্রেন। ঘটনা শনিবার ১১ টার নাগাদ। ঘটনায় বিবরণের জানা যায়, এদিন সকাল ১০ টা ৫০ মিনিটে ডেমো ট্রেন আগরতলা থেকে রওনা হয় সাব্রুমের উদ্দেশ্যে। কিন্তু রেলটি যাত্রা করার কয়েক মিনিটের মধ্যে সেকেরকোট থেকে বিশালগড়ের মাঝামাঝি এলাকায় যাওয়া মাত্রই পাথরে বস্তা বুঝাই ট্রলি রেল লাইনের মধ্যে থাকায় রেলের সাথে বড়সড়ো সংঘর্ষ হয়। শুরু হয় চিৎকার চেঁচামেচি। রেলটি আটকে পড়ে মাঝ রাস্তায়।

যাত্রীরা এবং লোকো পাইলট রেল থেকে নেমে দেখেন রেললাইনে ছিল পাথর বোঝাই ট্রলি। এই সংঘর্ষে কোন যাত্রী আহত না হলেও রেলটির ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর আগরতলা থেকে ছুটে যায় রেল বোর্ডের দায়িত্বে থাকা আধিকারিকেরা। যাত্রীদের অভিযোগ দায়িত্বজ্ঞানহীনতার কারণে আজকে বড়সড় দুর্ঘটনা সংগঠিত হতে পারত। কারণ এই রেল লাইন দিয়ে প্রতিদিন সাব্রুমগামী রেল যাতায়াত করে। সেটা ভালো করে অবগত রয়েছে মন্ত্রকের গ্রুপ ডি কর্মীরা। সুতরাং ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে যাত্রীদের কাছ থেকে। রেলের মধ্যে কয়েক শতাধিক যাত্রী এদিন এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে তারা পায়ে হেঁটে রওনা হয় গাড়ি স্ট্যান্ডের উদ্দেশ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য