স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার হয় চুরাইবাড়ি থানার সম্মুখে। সাথে একটি TR 04 E 0768 নম্বরের মারুতি গাড়ি সহ স্বামী স্ত্রী গ্রেফতার চুরাইবাড়ী থানার পুলিশ। জানা যায়, মঙ্গলবার দুপুরে পুলিশের কাছে গোপন সংবাদ আসে একটি গাড়িতে করে গাঁজা পাচার করা হবে। সেই সংবাদের উপর ভিত্তি করে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে TR-04E-0768 নাম্বারের একটি প্রাইভেট গাড়ি আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ। গাড়িটি বহিরাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল।
পরবর্তী সময় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার উপস্থিতিতে গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়িটির গোপন চেম্বার থেকে ছোট বড় ৬১ প্যাকেটে ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। জেলা পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৯ আগস্ট থেকে রাজ্যের চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত ১৬ টা নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় থাকা নাকা পয়েন্টে চলছে পুলিশের নেশা বিরোধী অভিযান। এইদিন চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আটক করা গাড়ির গোপন চেম্বার থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে দুই জনকে।
ধৃতরা স্বামী-স্ত্রী। ধৃতরা হল সুদীপ কর্মকার, বয়স ৪১ বছর, বাড়ি সিধাই থানাধীন হেজামারা, এবং তার স্ত্রী দিমানি দেববর্মা, বয়স ২৩ বছর, বাড়ি খোয়াই থানাধীন হাতিমারা এলাকায় । উদ্ধারকৃত গাঁজার কালোবাজার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে এই গাঁজা গুলি সিধাই থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করবে পুলিশ।