Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যনিখোঁজ গৃহবধূ

নিখোঁজ গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট :ছেলেকে স্কুলে দিতে গিয়ে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর নাম দিপা দাস। ঘটনার বিবরণে জানা যায় দিপা দাস মঙ্গলবার সকালে ছেলেকে জয়নগর পরমানন্দ স্কুলে ছেলেকে দিতে যায়। ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পর দিপা দাস আর বাড়িতে ফিরে যায় নি। দিপা দাসের ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দিপা দাস অসুস্থ ছিলেন। চিকিৎসক দিপা দাসকে বিশ্রাম করার পরামর্শ দেয়।

সেই মোতাবেক দিপা দাস বাপের বাড়িতে চলে যায় বিশ্রাম নেওয়ার জন্য। সোমবার বাপের বাড়ি থেকে দিপা দাস ছেলে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বের হয়। ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পর থেকে দিপা দাস নিখোঁজ। কিন্তু দীর্ঘ সময় পরও দিপা দাস বাড়িতে ফিরে না যাওয়ায় স্কুল থেকে বাড়ির লোকজনদের ফোন করে জানানো হয় ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর দিপা দাসের স্বামী ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু তারপর থেকে আর দিপা দাসকে খুজে পাওয়া যাচ্ছে না বলে জানান নিখোঁজ দিপা দাসের ভাই। এইদিকে নিখোঁজ দিপা দাসের বাপের বাড়ির পক্ষ থেকে পশ্চিম মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য